৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানে জনতার ঢল, ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করবেন ইউনূস

‘৩৬ জুলাই উদ্‌যাপন’ অনুষ্ঠানে জনতার ঢল, ঐতিহাসিক ঘোষণাপত্র পাঠ করবেন ইউনূস



নিজস্ব প্রতিবেদক | ঢাকা | ৫ আগস্ট ২০২৫

https://www.profitableratecpm.com/se7bwn7d6z?key=6f1912de67c606fb26b86b1e95446317 ৩৬ জুলাই অনুষ্ঠানের মঞ্চ

জুলাই গণ-অভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে আজ মঙ্গলবার দিনব্যাপী শুরু হয়েছে ‘৩৬ জুলাই উদ্‌যাপন’ শীর্ষক অনুষ্ঠান। দুপুর সোয়া ১২টায় অনুষ্ঠান শুরু হয়। বিভিন্ন স্থান থেকে হাজারো মানুষ এই আয়োজনে অংশ নিতে রাজধানীতে সমবেত হয়েছেন।

সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আজ বিকেল পাঁচটায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস ঐতিহাসিক ‘জুলাই ঘোষণাপত্র’ পাঠ করবেন। অনুষ্ঠানটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) সরাসরি সম্প্রচার করবে।

অনুষ্ঠানে অংশ নেওয়া সাধারণ মানুষ

মানুষের স্লোগান ও দাবিগুলো

অনুষ্ঠানস্থলে উপস্থিত সাধারণ মানুষ নানা ধরনের স্লোগানে মুখর ছিলেন। তাঁরা ‘জুলাই গণ-অভ্যুত্থান’-কালে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দ্রুত বিচার এবং বর্তমান সংবিধান বাতিলের দাবি জানান।

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী নওশীন নওয়ার বলেন,
“এক বছর আগে আমাদের ভাই-বোনের রক্তের বিনিময়ে বিজয় এসেছিল। স্বৈরাচার শেখ হাসিনা পালিয়ে যেতে বাধ্য হয়েছিল। আজ আমরা যে মুক্তভাবে কথা বলতে পারছি, সেটি হাসিনা থাকলে সম্ভব হতো না।”

নওশীন নওয়ার বক্তব্য দিচ্ছেন

রাজধানীর সদরঘাট থেকে আগত মুহাম্মদ ইউসূফ বলেন,
“গত বছরের ৫ আগস্ট ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গিয়েছিল। আজ তাঁর পলায়নের এক বছর পূর্ণ হলো। এটি আনন্দের হলেও শহীদদের হত্যার বিচার এখনো না হওয়ায় মন খারাপ। আমরা বিচার চাই।”

নিরাপত্তায় র‍্যাব

অনুষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ ব্যবস্থা নিয়েছে র‍্যাব। দুপুরে এক প্রেস ব্রিফিংয়ে বাহিনীটির মহাপরিচালক এ কে এম শহিদুর রহমান বলেন,

“অনুষ্ঠানের জন্য সর্বাত্মক প্রস্তুতি রয়েছে। কোনো নিরাপত্তা ঝুঁকি নেই। র‍্যাব যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত।”
র‍্যাবের নিরাপত্তা ব্যবস্থা

সাংস্কৃতিক আয়োজন

অনুষ্ঠানের সাংস্কৃতিক পর্বে গান পরিবেশন করছে বিভিন্ন শিল্পীগোষ্ঠী ও ব্যান্ড। বেলা ২টা ২৫ মিনিটে উদ্‌যাপন করা হয় “ফ্যাসিস্ট পলায়নের ক্ষণ”। সন্ধ্যা সাড়ে সাতটায় শুরু হবে বিশেষ ড্রোন ড্রামা, আর অনুষ্ঠানের শেষ অংশে গান পরিবেশন করবে জনপ্রিয় ব্যান্ড আর্টসেল

আর্টসেলের পারফর্ম্যান্স

অনুষ্ঠান ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি, সহযোগিতায় জাতীয় সংসদ সচিবালয়

Post a Comment

0 Comments