চট্টগ্রামে হানিফ ও বিশ্ববিদ্যালয় বাসের মুখোমুখি সংঘর্ষে আহত ২৮
প্রকাশিত: আগস্ট ২০২৫ | নিজস্ব প্রতিবেদক
চন্দনাইশগামী বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির স্টুডেন্ট বাসের সাথে চট্টগ্রামগামী হানিফ বাসের মুখোমুখি সংঘর্ষে ২৮ জন আহত হয়েছেন।
বুধবার সকাল সাড়ে নয়টার দিকে চট্টগ্রামের পটিয়া বাইপাস এলাকায় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থী পরিবহনকারী একটি বাস বেপরোয়া গতিতে রাস্তায় মোড় নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি হানিফ বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়।
দুর্ঘটনার ফলে দুই বাসে থাকা অন্তত ২৮ জন আহত হন। তাদের মধ্যে বেশ কয়েকজন শিক্ষার্থী রয়েছেন।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য
বিজিসি ট্রাস্ট বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সালাউদ্দিন শাহরিয়ার বলেন, “আমাদের বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজে যারা ভর্তি হয়েছেন, তাদের মধ্যে কয়েকজন আহত হয়েছেন। তবে তাদের কারো অবস্থা গুরুতর নয়। এখনো বিস্তারিত তথ্য পাইনি, আমরা খোঁজ নিচ্ছি।”
সহকারী প্রক্টর সারোয়ার কামাল বলেন, “২০ জনকে আমাদের মেডিকেল কলেজে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে। কয়েকজনকে পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। আমরা সরেজমিনে যাচ্ছি।”
চিকিৎসা ও রেফার
পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদিয়া সুলতানা জানান, “আমাদের কাছে ৮ জন আহতকে আনা হয়েছে। তাদের মধ্যে ৫ জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। বাকি ৩ জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।”
⚠️ দুর্ঘটনা নিয়ে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
ট্যাগ: #বাস_দুর্ঘটনা #চট্টগ্রাম #বিজিসি_ইউনিভার্সিটি #হানিফ #পটিয়া
0 Comments