এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, আজই বেতন পেতে পারেন

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর - আজই বেতন পেতে পারেন

এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর, আজই বেতন পেতে পারেন



প্রকাশিত: ৫ আগস্ট ২০২৫ | নিজস্ব প্রতিবেদক

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য এসেছে সুখবর। আজ সোমবার (৫ আগস্ট) জুলাই মাসের বেতন-ভাতা ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছাতে পারে বলে জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

মাউশির এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের প্রগ্রামার-৫ মো. জহির উদ্দিন জানিয়েছেন, গতকাল রবিবার শিক্ষক-কর্মচারীদের বেতনের চেক অডিটর জেনারেল (এজি) অফিসে জমা দেওয়া হয়েছে। তবে কাজ শেষ করতে না পারায় তা গতকাল ব্যাংকে পাঠানো সম্ভব হয়নি। আশা করা যাচ্ছে, আজ রাতের মধ্যেই অর্থ ব্যাংকে চলে যাবে।

তিনি বলেন, "যদি আজ সোমবার ব্যাংকে অর্থ না পৌঁছায়, তবে মঙ্গলবার সরকারি ছুটি থাকায় বুধবার (৬ আগস্ট) শিক্ষক-কর্মচারীরা জুলাই মাসের বেতন-ভাতা পাবেন।"

ডিজিটাল পদ্ধতিতে বেতন প্রদানে অগ্রগতি

সরকারি কর্মচারীরা যেখানে ইএফটি (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) পদ্ধতিতে বেতন পান, সেখানে এমপিওভুক্ত শিক্ষকদের বেতন এতদিন রাষ্ট্রায়ত্ত আটটি ব্যাংকের মাধ্যমে ‘অ্যানালগ’ পদ্ধতিতে দেওয়া হতো। এতে শিক্ষকদের নানা ভোগান্তি পোহাতে হতো।

এই সমস্যা সমাধানে শিক্ষা মন্ত্রণালয় ২০২৪ সালের ৫ অক্টোবর বিশ্ব শিক্ষক দিবসে ঘোষণা দেয়, এমপিওভুক্তদের বেতন ইএফটি’র মাধ্যমে প্রদান করা হবে।

ধাপে ধাপে ইএফটি চালু

  • প্রথম ধাপে অক্টোবর মাসে ২০৯ জন শিক্ষক-কর্মচারী
  • দ্বিতীয় ধাপে ৬৭ হাজার
  • তৃতীয় ধাপে ৮৪ হাজার
  • চতুর্থ ধাপে ৮ হাজার ২০০ জন শিক্ষক-কর্মচারী ইএফটির মাধ্যমে বেতন পান

চলতি বছর জানুয়ারি থেকে মে মাস পর্যন্ত প্রতিমাসেই শিক্ষক-কর্মচারীরা ধাপে ধাপে ইএফটির মাধ্যমে বেতন পেয়েছেন।

জুন মাসের বেতন পেয়েছেন ১৫ জুলাইয়ের পর। আর জুলাই মাসের বেতন চলতি সপ্তাহেই পাচ্ছেন প্রায় পৌনে চার লাখ শিক্ষক ও কর্মচারী।

📢 নোট: আপনার বেতন এখনো না পেলে, নিজ নিজ প্রতিষ্ঠানের হিসাবরক্ষকের সঙ্গে যোগাযোগ করুন অথবা ব্যাংকে খোঁজ নিন।

ট্যাগ: #এমপিও #শিক্ষক_বেতন #শিক্ষা_খবর #ইএফটি

Post a Comment

0 Comments