‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’ কী?
রিয়াদুল করিম, ঢাকা
প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৮:৫৭
আগামীকাল মঙ্গলবার বিকেলে জাতির সামনে ‘জুলাই ঘোষণাপত্র’ উপস্থাপন করবে অন্তর্বর্তী সরকার। অন্যদিকে, জাতীয় ঐকমত্য কমিশন ব্যস্ত ‘জুলাই জাতীয় সনদ’ চূড়ান্ত করার কাজে। সাম্প্রতিক সময়ে রাজনৈতিক অঙ্গনে বহুল আলোচিত দুটি বিষয় ‘জুলাই ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’। অনেকেই এ দুটি একই বা কাছাকাছি বিষয় মনে করলেও, আসলে এগুলো সম্পূর্ণ আলাদা।
জুলাই ঘোষণাপত্র কী?
‘জুলাই ঘোষণাপত্র’ হলো ২০২৪ সালের জুলাইয়ের গণ-অভ্যুত্থানের একটি দলিল, যার মাধ্যমে ওই গণ-অভ্যুত্থানকে রাষ্ট্রীয় ও সাংবিধানিক স্বীকৃতি দেওয়া হবে।
জুলাই জাতীয় সনদ কী?
‘জুলাই জাতীয় সনদ’ হলো রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে সংস্কার প্রস্তাব বাস্তবায়নের জন্য ঐকমত্যের রাজনৈতিক দলিল। জাতীয় ঐকমত্য কমিশন এর খসড়া প্রস্তুত করেছে এবং এটি এখনো চূড়ান্ত হয়নি।
ঘটনাপ্রবাহ ও পটভূমি
গত বছর জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া ছাত্র আন্দোলন ধীরে ধীরে বৃহৎ ছাত্র-জনতা অভ্যুত্থানে রূপ নেয়। ৫ আগস্ট গণ-অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছেড়ে দেশত্যাগ করেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে অভ্যুত্থানের নেতারা ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের দাবি জানিয়ে আসছেন। এক পর্যায়ে সরকার বিষয়টি সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে, এবং সরকার পক্ষ থেকে ঘোষণাপত্র প্রকাশের সিদ্ধান্ত নেয়।
জুলাই ঘোষণাপত্রের মূল বিষয়বস্তু
খসড়ায় মোট ২৬ দফা রয়েছে। প্রথম ২১ দফায় বাংলাদেশের ঐতিহাসিক ও গণতান্ত্রিক সংগ্রামের প্রেক্ষাপট বর্ণিত হয়েছে। সেখানে শেখ মুজিবুর রহমানের আমলে বাকশাল, পিলখানা ট্র্যাজেডি, শাপলা চত্বরে গণহত্যা উল্লেখ রয়েছে। এছাড়া ২০২৪ সালের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠনের কথাও উল্লেখ আছে।
জুলাই জাতীয় সনদের বিবরণ
সনদটি তিন ভাগে বিভক্ত—
- পটভূমি ও প্রেক্ষাপট
- সংস্কার প্রস্তাব ও ঐকমত্য
- বাস্তবায়নের অঙ্গীকার ও প্রক্রিয়া
এতে রাজনৈতিক ও প্রশাসনিক সংস্কার, বিচার ব্যবস্থার উন্নয়ন ও নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা সংক্রান্ত প্রস্তাবনা রয়েছে। তবে কিছু দলের আপত্তি রয়েছে আইনি ভিত্তি ছাড়া বাস্তবায়নে।
জাতীয় ঐকমত্য কমিশনের কাজ
কমিশন বর্তমানে রাজনৈতিক দল ও বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা চালিয়ে সনদ চূড়ান্ত করার প্রস্তুতি নিচ্ছে। আগামী সংবিধান প্রণয়নে এই সনদ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
0 Comments